Ads
FavoriteOverall

Boka Premik (বোকা প্রেমিক) lyrics – Ibrahim

Boka Premik Song By Ibrahim:

  • Song – Boka premik 
  • Vocal – Ibrahim
  • Lyrics and Tune – Ibrahim
  • Music – Sj Studio 
  • Mixed Mastered and Recorded – SJ Studio ( Sajid Sadat Khan)

Boka Premik Song Lyrics in Bengali:

আমার স্বপ্ন গুলো যেনো শুকনো পাতার মতো

হালকা বাতাসে ঝরে পরে যায়,

তোমার লেখা সেই গল্প তাতে আমি খুব অল্প

তবুও মাঝে মাঝে নিজেরেই খুঁজে নাহি পাই।

আমি অসমাপ্ত সেই পথে হেটে যাই,

আর এদিক ওদিক শুধু তোমায় খুঁজে যাই।

বেঁচে থাকুক ভালোবাসা 

বন্ধি জেনো না হয় কোনো অন্ধকারে,,, 

একটু হলেও স্বরন করো তোমার

বোকা প্রেমিকটারে,,,

কত রাত কেটে গেছে প্রিয় তুমিহীন,

কত কাল কেটে গেছে ভোরের আলোহীন।

চার দেয়ালের মাঝে বন্ধি আমি নেই তো পাশে কেউ

দেবার সান্তনা,,,

পুড়ছি আমি তোমার খেয়ালে বাড়ছে মনে শুধু

See also  Naam na jana pakhi lyrics || Arijit Singh & Shreya Ghoshal ||

অদৃশ্য যন্ত্রণা।

বেঁচে থাকুক ভালোবাসা 

বন্ধি জেনো না হয় কোনো অন্ধকারে,,, 

একটু হলেও স্বরন করো তোমার

বোকা প্রেমিকটারে,,,

বদলে গেছো তুমি অনেক বদলেছে তোমার আকাশ,

তোমার শহরে উৎসবের ঝর আমার শহরে হতাস।

অন্ধকারে আছে ডুবে আমার এই শহর

কোথাও নেই নিয়নের আলো,

কালো মেঘে জমেছে মেলা আমার আকাশে

সূর্যটাও আজ হারালো বুঝি নেই তার আলো। 

বেঁচে থাকুক ভালোবাসা 

বন্ধি জেনো না হয় কোনো অন্ধকারে,,, 

একটু হলেও স্বরন করো তোমার

বোকা প্রেমিকটারে,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button