Ads
James

Boro Ochena ( বড় অচেনা ) Lyrics By james | nakshi katha|

 Tumi Jake Oshru Bolo Song By James  :

Song: Boro Ochena 
Artist: James
Album: Nakshi Katha
Boro ochena Lyrics In Bengali: 
তুমি যাকে অশ্রু বল,
আমি বলি দুঃখ নদীঁ।
যাকে ভালোবাসা বলো,
আমি বলি মিথ্যে দাবি।
তাই সারাটা জীবন আমি,
রয়ে গেলাম তোমারি কাছে বড় অচেনা।
তুমি যাকে অশ্রু বল,
আমি বলি দুঃখ নদীঁ।
যাকে ভালোবাসা বলো,
আমি বলি মিথ্যে দাবি।
তাই সারাটা জীবন আমি,
রয়ে গেলাম তোমারি কাছে বড় অচেনা।
তুমি যাকে ফুল ভাবো,
আমি ভাবি একটি জীবন ছিড়ে নাও নিজের ভেবে,
বোঝনা হৃদয় যাতন।
তাই সারাটা জীবন আমি,
রয়ে গেলাম তোমারি কাছে বড় অচেনা।
তুমি যাকে আকাশ যান,
আমি জানি মৌন হৃদয়।
ভাঙ তারে নিজের করে বোঝনা কি কষ্ট তার হয়।
তাই সারাটা জীবন আমি,
রয়ে গেলাম তোমারি কাছে বড় অচেনা 
তুমি যাকে অশ্রু বল,
আমি বলি দুঃখ নদীঁ।
যাকে ভালোবাসা বলো,
আমি বলি মিথ্যে দাবি।
তাই সারাটা জীবন আমি,
রয়ে গেলাম তোমারি কাছে বড় অচেনা।
Boro Ochena Lyrics in English:  
Tumi Jakey Oshru Bolo
Ami Boli Dukkho Nodi
Jakey Bhalobasha Bolo
Ami Boli Mitthey Dabi.
Tai Sharata Jibon Ami 
Roye Gelam
Tomari Kache, Boro Ochena!
Tumi Jake Phul Bhabo
Ami Bhabi Ekti Jibon
Chirey Nau Nijer Bhebey
Bojhona Hridoy Jaton.
Tumi Jake Akash Jano
Ami Jani Mouno Hridoy
Bhango Tarey Nijer Korey
Bijhona Ki Koshto Tar Hoy.
See also  AJ THEKE TUMI POR ( আজ থেকে তুমি পর ) lyrics || James ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button