Overall

Chokher Bhetor Swapno Thake lyrics || Jewel & Konok Chapa ||

Chokher Bhetor Swapno Thake Song By Konok chapa & jewel lyrics:

Chokher Bhetor Swapno Thake Song Is Sung by Konok Chapa & Jewel.Music Composed by Bappa Mazumder. Chokher Bhetor Swapno Thake Lyrics In Bengali Written by Zulfiqer Russel.
Song: Chokher Bhetor Swapno Thake
Song: Konok Chapa, Jewel
Lyrics: Zulfiqer Russel
Tune & Music: Bappa Mazumder
Label: Soundtek

Chokher Bhetor Swapno Thake Song Lyrics in Bengali:

চোখের ভিতর স্বপ্ন থাকে

স্বপ্ন বাঁচায় জীবনটাকে

তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নি: শ্বাস

তোমায় নিয়ে যায় কি ধরা, বাজীর কোন তাস

চোখের ভিতর স্বপ্ন থাকে

স্বপ্ন বাঁচায় জীবনটাকে

তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নি: শ্বাস

তোমায় নিয়ে যায় কি ধরা, বাজীর কোন তাস

আঁধারেও উড়ে ধূলি

খালি চোখে যায় না দেখা তাকে

চাঁদের আলোয় জ্যোৎস্না ভাঙ্গে

তোমায় নিয়ে স্বপ্ন দেখার ফাকে

আঁধারেও উড়ে ধূলি

খালি চোখে যায় না দেখা তাকে

চাঁদের আলোয় জ্যোৎস্না ভাঙ্গে

তোমায় নিয়ে স্বপ্ন দেখার ফাকে

আঁধার ঘরে যায়না পাওয়া, স্বপ্নের বুনো হাস

তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোন তাস

স্বপ্নটাকে ছুটি দিয়ে

জেগে থেকে লাভ কি থেকে বেঁচে

কোন দুয়ারে খুঁজবো ঝিনুক

তুমি যদি ফেল সাগর সেচে

স্বপ্নটাকে ছুটি দিয়ে

জেগে থেকে লাভ কি থেকে বেঁচে

কোন দুয়ারে খুঁজবো ঝিনুক

তুমি যদি ফেল সাগর সেচে

দিনের আলোয় যায়না ছোঁয়া, স্বপ্নের অভিলাষ

তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোন তাস

চোখের ভিতর স্বপ্ন থাকে

স্বপ্ন বাঁচায় জীবনটাকে

তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নি: শ্বাস

তোমায় নিয়ে যায় কি ধরা বাজীর কোন তাস

চোখের ভিতর স্বপ্ন থাকে

স্বপ্ন বাঁচায় জীবনটাকে

তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নি: শ্বাস

তোমায় নিয়ে যায় কি ধরা বাজীর কোন তাস..

See also  বয়স ১৬তে প্রেম [Boyosh 16 te prem] by The Tune Curry | Bengali Lyrics With Guitar Chord |Rong Dong | Ady|Banglalyrics580|

Leave a Reply

Your email address will not be published.

Back to top button