Black
Dhushor (ধূসর ) Lyrics – Black|Banglalyrics580|
Dhushor, ( ধূসর ) Lyrics – Black :
Song: Dhushor
Lyric, tune and composition: Black
Vocal and guitar: Rubayet Chowdhury
Bass: Charlz Francis
Drums: Farhan Tanveer
Guitar: Khademul Jahan
Mixing and mastering: M.K. Khan Majlish
Recording engineer: Chirls Neloy Chowdhury
Recorded at Acoustic Artz
Music Video Direction: Nazmus Shadat Nazim
DOP : Abir
Dhushor Lyrics – Black In Bengali:
সাদা এক কাগজে
কথাগুলো আছে লেখা
কিছু শব্দের নেই প্রয়োজন
অদৃশ্য নিস্বন
প্রতিনিয়ত খোঁজা
মানবীয় বোধ
নেই আয়োজন
কারো জানা নেই, কেউ বলেনি
কোথায় নীল রং খুঁজে দেখেনি
নির্বাক অপেক্ষায়…
কিছু সময়ের রুঢ় শূন্যতা
কারো স্পর্শে প্রসন্নতা
ধূসর…
সাদা আকাশের
শান্ত মেঘেদের ভীড়ে
নীরব তৃপ্ততা
ভেবে না পাওয়া অলীক মোহের আচ্ছন্নতায়
বারে বারে ফিরে যাই…
শেষ বিকেলের বিবর্ণ রোদে
ক্লান্তিহীনতায়