Ads
Folk_Song

Ei Je Dunia ( এই যে দুনিয়া ) Lyrics Abdul Alim ||

Ei je dunia Song By Abdul Alim:

  • Song: Ei Je Dunia 
  • Lyrics & Tune : Momtaj Ali Khan
  • Singer : Abdul Alim
Ei Je duniya Song Lyrics In Bengali:
এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
ছায়া বাজী পুতুল রূপে বানাইয়া মানুষ।
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ।
যেমনি নাচাও তেমনি নাচি।
তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ।
তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ।
আমার মনে এই আনন্দ।
কেবল আল্লাহ তোমায় চাই আমি।
তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়
তুমি বাঁচাও তুমি মার।
তুমি বীনে কেহ নাই আল্লাহ, তুমি বীনে কেহ নাই।।
See also  Eto Je Nithur Bondhu Jana Chilo Na Lyrics ( দিলোনা দিলোনা ) || Shah Alam Sarkar ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button