Ads
Overall

Ei Neel Monihar Lyrics By Lucky Akhand||BanglaLyrics580||

গান : এই নীল মনিহার

কন্ঠ : লাকি আখন্দ

কথা : এস.এম. হেদায়েত

EI NEEL MONIHAR By – Lucky akhand In Bengali lyrics
এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো (২)
দীপজালা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আঁধার(২)
স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো
শুধু আমায় ডেকো
এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো
সন্ধানী মন কত ছন্দে মগ্ন
ফিরে পাবো বুঝি সেই গানের লগন
নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে
পথ চেয়ে থেকো
পথ চেয়ে থেকো
এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো (২)
See also  Tip Tip Brishti Lyrics || টিপটিপ বৃষ্টি লিরিক্স || Sheikh Eistiak || Covered By Bappa Mazumdar || Banglalyrics580 ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button