Ads
Moheener Ghoraguli

Haay Bhalobashi ( হায় ভালোবাসি ) lyrics || Moheener Ghoraguli ||

Haay Bhalobashi Song By Moheener Ghoraguli:

  • Song: Haay Bhalobashi (Bhalobashi jyosna-e kaashbonay ChhuTtay)
  • Album: Shongbigno Pakhikul O Kolkata Bishayak (1977)
  • Lyrics: Ranjon Ghoshal, Tapas Das (Bapi) and Tapesh Bandyopadhyay (Bhanu)
  • Music: Tapas Das (Bapi) & Tapesh Bandyopadhyay (Bhanu)
  • Vocals: Tapas Das (Bapi) & Tapesh Bandyopadhyay (Bhanu)
  • Chorous: Goutam Chattopadhyay, Ranjon Ghoshal, Pradip Chattopadhyay & Biswanath Chattopadhyay

Haay Bhalobashi Song Lyrics In Bengali:

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে

ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে

দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে

কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে

তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও

ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে

প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে

জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে

ভালোবাসি একমনে কবিতা পড়তে

See also  Katha Diya Bondhu Lyrics - Moheener Ghoraguli

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে

শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে

তখন ভালোলাগেনা লাগে না কোন কিছু

সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সব কিছু

ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে

বিট্‌ল্‌স্‌ ডিলান আর বেথোফেন শুনতে

রবিশঙ্কর আর আলি আকবর শুনে

ভালোলাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button