Ads
Rishi panda

jabe ki amar sathe ( যাবে কি আমার সাথে ) lyrics ||Rishi Panda||

jabe ki amar sathe song by Rishi Panda:

jabe ki amar sathe song is sung by Rishi Panda.jabe ki amar sathe song lyrics In Bengali written by Rishi Panda.

Song – jabe ki amar sathe

Singer – Rishi Panda

Music, Lyrics – Rishi Panda

Illustration & Animation – Rishi Panda

jabe ki amar sathe song lyrics In Bengali :

যাবে কি আমার সাথে

যেখানে পথ পড়ে একা

দুপুরের রোদে চেনা গল্প গুলোতে

জুড়ত আরেক খানি পাতা

যাবে কি আমার সাথে

হতো সে পুরোনো কথা

হারিয়ে যাওয়া যে সে পাখির আওয়াজে

উড়ে যেত হাতে ধরা ছাতা

তোমায় নিলো যে হাওয়া

হারায় তোমার মুখ সবই থেকে গেলো যে গোপনে 

হলো না শেষবার সাথে যাওয়া

ধরে এ বাড়ানো হাত  কথা ছিল হারাবো দুজনে

See also  Chere Jas Na ( ছেড়ে যাস না ) lyrics || Rishi Panda ||

বলছি কত কি তোমায় ইশারায়

বুঝেছিলে কি আমার ইচ্ছেটাই

দূর দেশে যাওয়ার

তোমায় পাশে পাওয়ার

হবো কি আবার একসাথে?

আবার হবে কি দেখা?

আঁকড়ে ধরে রেখে আজ একে একে

ধুয়ে যায় যা কিছু ছিল লেখা

যাবে কি আমার সাথে

যেখানে পথ পড়ে একা

বিকেলের রোদে চেনা গল্প গুলোতে

জুড়ত আরেক খানি পাতা

তোমায় নিলো যে হাওয়া

হারায় তোমার মুখ সবই থেকে গেলো যে গোপনে 

হলো না শেষবার সাথে যাওয়া

ধরে এ বাড়ানো হাত  কথা ছিল হারাবো দুজনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button