Keno chole gele dhure (কেন চলে গেলে দূরে) || Bangla lyrics by Arnob ||
adminridoyFebruary 29, 2024
0 Less than a minute
Table of Contents
Song Name: keno chole gele dhure (কেন চলে গেলে দূরে) Singer: Srabonti Ali / Arnob (শ্রাবন্তী আলী/ অর্নব) Movie: jaagho(জাগো)
কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন ফিরে এলে না আবার বাড়াতে দুঃখের ভার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন চলে গেলে দূরে বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর দুঃখের সুখের ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর (২) আজ এই ঝড় এসে বাধন গেছে টুটে অসীমতায় দুঃখ আর অনন্ত পারাপার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন ফিরে এলে না আবার বাড়াতে দুঃখের ভার কেন চলে গেলে দূরে ভাসায় মোরে সুরে কেন চলে গেলে দূরে