Minar

Keu Khota Rakheni By Minar Rahman||Lyrics By Minar Rahman||

Title : Keu Khota Rakheni 
Singer : Minar Rahman
lyrics : Minar Rahman

keu Khota Rakhe Ni  By  Minar  Rahman, Minar Rahman New Song 2020,Bangla Song  lyrics, minar song lyrics
keu Khota Rakhe ni -Banglalyrics580

   Keu Khota Rakhe Ni By Minar in Bangla Lyrics:

কেউ কথা রাখে নি ভালোবাসে নি
কেউ চুপিচুপি পায় কাছে আসে নি।
কেউ গোধূলি বেলায় দুহাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকে নি।
আর ডাকে নি

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই
পাল তোলা নৌকা আবার হারাবো
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই
চোখ জোড়া স্বপ্নে উড়ে  বেড়াবো
কেউ দূর আকাশে জোছনা মাখে,
কেউ জোনাকির আলোয় গল্প লেখে।
কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে,
ভুতানতিমালা আবারো হাসে।
আবারো হাসে

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই
পাল তোলা নৌকা আবার হারাবো
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই
চোখজোড়া স্বপ্নে উড়ে  বেড়াবো
চেনা পথ গুলো আজ দূরে দূরে
ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়।
সেই পুরোনো ঘর  পুরোনো চাদর –
সব স্মৃতি হয়ে দক্ষিণ হাওয়ায় ভাসে।
দক্ষিণ হাওয়ায় ভাসে

কেউ কথা রাখে নি ভালোবাসে নি
কেউ চুপি চুপি পায় কাছে আসে নি।
কেউ গোধূলি বেলায় দুহাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকে নি
আর ডাকে নি

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই
পাল তোলা নৌকা আবার হারাবো
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই
চোখ জোড়া স্বপ্নে উড়ে  বেড়াবো


” সমাপ্ত “
See also  আরো একটু দূরে দূরে লিরিক্স (aro ektu dure dure lyrics)

Leave a Reply

Your email address will not be published.

Back to top button