Ads
Minar

Kothagulo ( কথা গুলো পাখি হোক ) lyrics || Minar Rahman ||

Kothagulo Lyrics Minar Rahman :

Kothagulo Song Is Sung by Minar Rahman. Starring: Anonno, Chamak And Razu. Music Composed by Tasnuv, Shuvo & Bullet. Song Lyrics In Bengali Written by Isteaque Ahmed.

Song : Kothagulo

Singer : Minar Rahman

Lyrics : Isteaque Ahmed

Tune & Music : Tasnuv, Shuvo & Bullet

Direction : Isteaque Ahmed

DOP : MD Solayman

Assistant Director : Ovi, Noman, M Zaman Shahed

Label : Soundtek

Kothagulo Song Lyrics In Bengali :

কত দিন গিয়েছে

কত রবি, কত শনি,

কত রাত জুড়ে চাও 

ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি, 

কত তুমি, কত আমি

কত বেদনায় লেখা,

আজ কত দিন নেই আমাদের দেখা। 

দেখা হবে কথা হবে, হবে কিছু গানও

কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো,

দেখা হবে কথা হবে, হবে কিছু গানও

কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।। 

কত সুর তুলে তুলে, বাড়িয়েছি

কত কিছু জমা আছে, জানে বায়োলিন,

See also  Obichar (অবিচার) lyrics || Minar || Tahsan ||

কত সুর তুলে তুলে, বাড়িয়েছি

কত কিছু জমা আছে, জানে বায়োলিন,

তোমাকেই সব বলে দেবো, তুমি জানো

কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো। 

দেখা হবে কথা হবে, হবে কিছু গানও

কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।। 

ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে দলে দলে

আছে বসে আমাদের, দেখা হবে বলে,

ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে দলে দলে

আছে বসে আমাদের, দেখা হবে বলে,

জল ছুঁয়ে ভেঙে যাবে, জমা অভিমানও

কথা গুলো পাখি হোক ডানা ঝাপটানো। 

দেখা হবে কথা হবে, হবে কিছু গানও

কথা গুলো পাখি হোক ডানা ঝাপটানো। 

কত দিন গিয়েছে

কত রবি, কত শনি,

কত রাত জুড়ে চাও 

ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি, 

কত তুমি, কত আমি

কত বেদনায় লেখা,

আজ কত দিন নেই আমাদের দেখা। 

দেখা হবে কথা হবে, হবে কিছু গানও,

কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো।। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button