Maddhakorshon ( মাধ্যাকার্ষণ ) lyrics || Encore Band ||
Table of Contents
Maddhakorshon song by encore:
Song: Maddhakorshon
Album : Chinho
Lyrics and Tune : Shakib Ul Islam
Mixed and mastered by Arif Al Haque
Label : G Series
Band Lineup:
Vocals: Shakib Ul- Islam
Guitars: Yeamin Abrar
Guitars: Muzayed Imam
Bass: S.K.Shawon
Drums: Mirza Sabir
Maddhakorshon Song lyrics In Bengali:
পথভ্রষ্ট নভোচারী
ধর্মান্ধ অনুসারি
এ ঠিকানায় কোনো প্রশ্বাসের নেই অবকাশ?
ফিরে যাওয়া কি জরুরি?
আবেগ,মায়া,অনুভূতি
জন্ম মৃত্যুর মাঝে নিছক ব্যবধান গড়ায়
অন্ধাকার,অহংকার,অধিকার
গ্রহানুচুড়ে পেরিয়েছি ছায়াপথের শেষ সীমানায়।
কৃষ্ণগহবরে হারিয়ে বুঝেছি বিশালতার অসীম আধারে
আলো শুধু আশা দেয়
ভুল পথে দিশা দেয়
সবশেষে আদর করে আলিঙ্গন আমায়।
কোন খেয়ালে
ভিন দেয়ালে
হারিয়েছে সে।
অতি ক্ষুদ্র তোমার ক্ষোভ
অতি ক্ষুদ্র তোমার লোভ
মাধ্যাকার্ষণ শক্তি তুলনায় ক্ষুদ্র অভিযোগ।
চন্দ্রগ্রহনেও উপলদ্ধি
সূর্যগ্রহনে আমার মুক্তি।
মহাকাশে আমার নির্বাসন
অদৃশ্য প্রতিবিম্বে।
অতি ক্ষুদ্র তোমার ক্ষোভ
অতি ক্ষুদ্র তোমার লোভ
মাধ্যাকার্ষণ শক্তি তুলনায় ক্ষুদ্র অভিযোগ।