Prithibi

nosto ( নষ্ট) lyrics by prithibi band ||

Nosto Song By Prithibi Band:

Nosto Song Is Sung koushik chakraborty From Chapter -2.Nosto Tumi Song Lyric in Bengali Written By koushik chakraborty.

 • শ‌িরোনাম : Nosto (নষ্ট)
 • অ্যালবাম : Chapter-2
 • ব্যান্ড : Prithibi
 • Nosto Song Lyrics In Bengali:

  লাল রঙ্গে ভিজে ঠোঁট, সে তো লাল নয় তাগোরহিত অপরাধ,সে মৃত প্রায় কোন মৃতের চুমুতে তার,বিক্ষত শরীর আজ সে আর আমার নয়..! ঘেন্নাকরে প্রতিনিয়ত,ছুতে তোমার শরীর বাড়ায় ক্ষত! ভোগবাদি বিলাশিতায় কে গান শোনায়? ও নষ্ট‌ো পরি তুমি আমার নয়.. ও হৃদয় তুমি আর উষ্ণ নও কেটেছ‌ো সে রাত মৃত্যুর আশ্রয়! নষ্ট গোলির অন্ধকার এ আজ; সম্ভ্রম এ সারারাত তোমার উপবাস. তবু কেনো পথ চেয়ে নিজেও জানি না.! ছুতে চাই না নষ্ট তোমায়.. দিয়েছিলে সাক্ষী সে তো শাস্তির নামান্তর; ভাল‌োবেসে গেছি বুঝিনি তোমার অন্তর. কেটে ছিলো শরীর লাল রং এ ভিজে ছিলো চাদর; ক্ষত-বিক্ষত সেই আদর.. সতি বলে ক্ষতি নেই,অগতির গতিতেই; বিছিয়েছি বারুদ তোমার সারা শরীরেই.! পুরিয়ে খাব তোমার এই নষ্টামিক‌েই; দেখা করবো দুরের পাহাড়ে.! চলো যাই ফিরে আজ সেই ক্ষতিতেই. হাতে হাত ঠোঁটে ঠোঁট লাল রং এ মিশবেই.! ভেজা চোখে যখন তুমি ফিরে তাকাব‌ে; দেখবে আমি ও আছি দুরে নিরবে. এলোচুল শরীরে সদাগন্ধে দেখা হবে তোমার আমার.! লাআ লা লাআ লা লা লা…

  See also  Char Deyaler Sahar ( চার দেয়ালের শহর ) Lyrics| Prithibi Band |Koushik Chakraborty|Banglalyrics580|

  Leave a Reply

  Your email address will not be published.

  Back to top button