Ads
Artcell

oniket prantor (অনিকেত প্রান্তর) lyrics by artcell ||bangla lyrics||

 

শির‌েনোম: Oniket prantor(অনিকেত প্রান্তর)

গায়ক     :linkon(লিংকন)

ব্যান্ড      :Artcell

তবুও এই দেয়ালের শরীরে যত ছেড়া রং
ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার
চেতনার যত‌ো উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাৎ নীল নীলে ডুবে থাকা
তোমার প্রিয় কো‌নো মুখ তার চোখের
কাছা~কাছি এসে কেনো পথ ভেঙ্গ‌ে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

তবুও এখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যাই
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়।
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাটাতারে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

তবুও এই দুটি কাটাতারে শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ মাটির
কাছে এসে সময়কে এপিটাফ ভেবে
হাটু গেড়ে বসে
তবুও এখানে বাতাস আসে
দুরত্বের উৎসাহে শরৎ জমে আছে
ঠাণ্ডাঘাসে তোমার চোখের মাঝে
দূরের একা পথ এখানে ভাঙ্গ‌েনা
দুটো দেশে।
মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মত‌োন
অভ‌িকল স্বপ্নঘর বাধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত
যুদ্ধের বিপরীতে।

See also  Pathor Bagan Lyrics || Artcell ||Oniket Prantor||

এখানে সরণির লেখা নেই নাম কোন‌ো শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালাই ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানে নির্জন অনিকেত প্রান্তর.

তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন-দোমড়ানো খেলাঘর
ছেড়া আকাশ, ভাঙ্গা কাচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কতো লেখা মানুষের দেয়ালে দেয়াল
বেঁড়ে ওঠে কাটাতার এখানে এ মহান মানচিত্রের ভাগাড়।

তোমার শূন্যঘরে ভরা স্মৃতি জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী।
জানালার বাইরে ভেসে গেছে দূরে আকাশ
বিঁধে আছি সময়ের কাটাতারে
বিঁধে আছো ছেড়া আকাশের মত তুমি.

তোমার স্বপ্নের দলা পাকানো
বাসি কবিতা নষ্ট করে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবুও অনিকেত এই প্রান্তরে.
এখানে এখনও শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানে ভরে আছে অন্ধকার এ ঘর
তোমার দেয়ালএ এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত

তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙ্গা স্বপ্ন
ঘুমের মত‌ো নেশাময় কত‌
কত শিশু কতো আলোর মশাল
নিভে গেছে-নিভে গেছে
কত‌ো অচেনা ভয়।

See also  Olosh shomoyer Pare by artcell || onno Shomoy ||Bangla lyrics||

তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি
মনে হই তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর জুলে আছ‌ি
নির্জনতাই মৃত্যু কি অনিকেত প্রান্তর?

Songwriters: Artcell oniket prantor lyrics ©

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button