Ads
Owned The Band

Owned – Bishorjon ( বিসর্জন ) lyrics

Bishorjon Song By owned The Band:

Bishorjon‘ is the third song from the EP ‘ Eighteen’.Bishorjon Song lyrics By Siam Ibn Alam.

  • Song: Bishorjon
  • Band: Owned
  • Additional Keys – Fuad Almuqtadir
  • Lyrics – Siam Ibn Alam
  • Record label – Big Fuzz Records
  • Promotional partner – New Gen Rising

Bishorjon Song lyrics in Bengali:

ভেবে দেখো,

এসেছো এক স্বপ্ন দ্রষ্টী ভেবে। 

ভেবে দেখেছো কি?

স্বপ্ন না দুঃস্বপ্নে,

হাটছো!

হও, বন্দী তুমি। 

সেই কামান্ধ! 

এই শব দেহে। 

অন্ধ থেকে যাও , 

স্বতৃপ্ত মৃত এই ভীত শবে।

চেয়ে দেখো।

তোমার দেহ, স্বর্গে না নরকে? 

রক্তের চুমু!

একি আমার হিংস্র

কান্না?

সেই দিন ছিলো, এক রাত ছিলো। 

অসহায় আর্তনাদ।

আয়োজনে,নিথর আমি।

আজ ভোর এলো, তবু কালো। 

নেই কোনো আর্তনাদ।

বিসর্জনে,নিথর তুমি।

হও, বন্দী তুমি। 

সেই কামান্ধ! 

See also  Owned - Bisshono Prohor ( বিষন্ন প্রহর ) lyrics

এই শব দেহে। 

অন্ধ থেকে যাও , 

স্বতৃপ্ত মৃত এই ভীত শবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button