Ads
Bangla_Rap_song

Pera( প্যারা ) lyrics || Rapper Bion ||

Pera song by RAPPER BION:

Title :  Pera – প্যারা

Artist: RAPPER BION

Recording,Mix- master: Mac Production

D.O.P/Edit: Matheoon (Clown Production)

Thumbnail Desing by  Raihan Ibn Siraj (RHN)

Pera lyrics In Bengali:

Yo It’s a boy Rapper Bion on the mick

I’m telling my story nigga 

আমার জন্ম ২৮শে অক্টোবর ৯৮ শালে, 

মদ্ধবিত্ত পরিবারে ঝিনাইদহ শহরে ,

বয়স ৬ বছর না হইতে গেলাম তো শহর ছেরে,

আব্বু আর্মি ছিলো তাই বদলি হইতো মাঝে মাঝে। 

হারাইছি কত বন্ধু বান্ধবি তারা গেছে ভুলে,

নতুন করে নতুন শহরটা নিছি আপন করে,

তাও বেশি দিন আপন করে রাখতে পারি নাই কাউরে,

আব্বুর বধলির কথা শুনলে preparation নিতাম নতুন করে। 

কত কষ্ট  পাইছি  depression এ ভুগছি, 

একা সময় কাটতোনা একা একা থাকছি,

প্রতিরাতেই কাদছি হ্যা প্রতিরাতেই কাদছি,

ছোট বেলা থেকেই মিত্থে হাসি দেয়া শিখছি। 

এভাবে কেটে গেল ছোট বেলার কইটা বছর

ফিরে আসলাম class 5  এ নিজের বাড়ী নিজের শহর, 

See also  Tui Ja Choli Ja ( তুই যা চলি যা ) Lyrics | Bd Friendz | New Bangla Rap Song |

এত দিন ছিলাম আমি নিয়ম শৃঙ্খলার ভিতর,

কে জানতো বাহিরের জীবন কতটা কঠর।

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

Life টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

ছোট বেলা থেকে খাইতেছি খালি ধোকা ধোকা,

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা।

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

Life টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

ছোট বেলা থেকে খাইতেছি খালি ধোকা ধোকা,

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা।

ভালোই দিন কাটছে বন্ধুবান্ধব অনেক বাড়ছে, 

ক্লাস 6 এ দেখি তারা ক্ষমতার পিছে ভাগছে,

আমিও ভাগছি, ক্ষমতা বানাইছি,

কত লোকে পল্টি নিছে সেটা নিজের চোখে দেখছি।

চোখে চোখ রেখে পল্টি নিয়া ভাইয়া দেখছি, 

সার্থের জন্য কত খারাপ হয় এইটাও আমি বুঝছি,

মারামারি করছি,নিজের নাম খারাপ করছি,

অনেক ভুল করছি যেটা পরে আইসা বুঝছি।

এর ভিতর ডুইকা গেলো আমার hip hop এর নেশা,

ইচ্ছা হইতো না আর রক্ত নিয়ে করতে খেলা,

ঘার তেরা পোলাপাইন ছিলো ভরা চেলাপেলা, 

See also  Tomar Khachaye Bondi(তোমার খাঁচায় বন্দি) lyrics |Mcc-e Mac |Gk|

রক্ত গরম তাই মাথাই উইঠা যাইতো ভাইয়া প্যারা। 

মাথায় প্যারা হাতে যন্ত্র আমার নিয়ে ষড়যন্ত্র,

চোখ কান খোলা তবু কেনো লাগে সব কিছু বন্ধ,

 S.S.C পরিক্ষার পর ঘটায় ফেলি এক অঘঠনা,

সবকিছু বলতে পারছি কিন্তু  এইটা বলতে পারবো না। 

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

Life টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

ছোট বেলা থেকে খাইতেছি খালি ধোকা ধোকা,

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা।

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

Life টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

ছোট বেলা থেকে খাইতেছি খালি ধোকা ধোকা,

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা।

hip hop করতে এসে দেখি সব জায়গায় মারে তেল,

তেল না মারতে পারলে ভাই টেলেন্টের নাই কোন বেল,

hiphop এর বোঝো বাল, rap এর বোঝো ধন্টা,

দেশে rap চলে না বাইরে represent এর ধান্দা। 

সবাই চলে একদিকে আমি চলি অন্য দিকে,

সবাই ভাবে দুনিয়া নিয়ে,আমি ভাবি নরক নিয়ে, 

আমিতো খোদার বান্দা,হব না লোকের চামচা,

See also  Shasto ( স্বাস্থ্য ) lyrics || Tabib Mahmud & Rana Gullyboy ||

আমি চলবো আমার পথে, যেইটা লাগবে আমার ভালা। 

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

Life টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

ছোট বেলা থেকে খাইতেছি খালি ধোকা ধোকা,

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা।

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

Life টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

ছোট বেলা থেকে খাইতেছি খালি ধোকা ধোকা,

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা।

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

Life টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

ছোট বেলা থেকে খাইতেছি খালি ধোকা ধোকা,

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা।

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

Life টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা প্যারা,

ছোট বেলা থেকে খাইতেছি খালি ধোকা ধোকা,

জীবন টা পুরাই আমার প্যারা প্যারা প্যারা। 

I’m so depress. 

So many people, So many people, So many people, So many people, So many people, So many people. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button