Poradhin ( পরাধীন ) lyrics || Nonta Biskut ||
Table of Contents
Poradhin Song By Nonta Biskut Band:
Poradhin Song is sung By Sheikh Ishtiaque from The album Tor-e Shohore.Poradhin Song Lyrics By Nonta Biskut Band.
Song: Poradhin
Vocal: Sheikh Ishtiaque
Album: Tor-e Shohore
Band: Nonta Biskut
Poradhin Song Lyrics In Bengali:
ভরদুপুরে রোদের মাঝে ছায়ার সাথে অবিরাম
পা মিলিয়ে অজানায়
ভীড়ের মাঝে পাই যে খুঁজে নিজের ভিতর নিজের
অস্ত্বিত্বের অবদান
যেমন খুশি তেমন সাজতে গিয়ে খুশির অভিনয়
করেই সুখী-সুখী ভাব
আলোর কাছে গিয়ে অন্ধকারটা হারিয়ে ফেলি
অদ্ভূত সব কল্পনায়
তবু আমি আজও আটকে ছায়ার মাঝে
কিশোরের ঘরে হাতে আঁকা জানলাতে
লেখকের অপ্রকাশিত গ্রন্থের মতো
আমি পরাধীন
কল্পনারই মঞ্চে অবিরত জয়ধ্বনিতে
ভুলে থাকি পরাজয়
আশীর্বাদ আর যতো সামাজিক উদ্ভ্রান্ত ধারণা
জীবন ছায়াময়
আমি তো আমারই মাঝে হারিয়ে আছি
খুঁজেও দেখি না
চিলেকোঠার ওই জানালা দিয়ে তাকিয়ে দেখি
সব নীল জোছনা
তবু আমি আজও আটকে আমার মাঝে
কিশোরীর ঘরে ধুলো মাখা আয়নাতে
কোনো রাতে ভেঙ্গে যাওয়া সুখ-স্বপ্নের মতো
আমি পরাধীন
আমি তো শুধুই চেয়েছিলাম স্বাধীন হতে
আমি তো শুধুই চেয়েছিলাম স্বাধীন হতে
তবু আমি আজও আটকে ছায়ার মাঝে
কিশোরের ঘরে হাতে আঁকা জানলাতে
লেখকের অপ্রকাশিত গ্রন্থের মতো
আমি পরাধীন
তবু আমি আজও আটকে ছায়ার মাঝে
কিশোরের ঘরে হাতে আঁকা জানলাতে
লেখকের অপ্রকাশিত গ্রন্থের মতো
আমি পরাধীন