Ads
Lalongeeti

Prem Pathorer Je Satare ( প্রেম পাথারে যে সাঁতারে ) Lyrics- Fokir Lalon Shah ||LalonGeeti||Banglalyrics580||

Prem Pathorer Je Satare – Fokir Lalon Shah:

প্রেম পাথারে যে সাঁতারে -ফকির লালন শাহঃ
তার মরণের ভয় কি আছে।
স্বরূপ মরণে সদা
মত্ত যারা ঐ কাজে।।
শুদ্ধ প্রেম রসিকের ধর্ম
মানে না বেদ বিধির কর্ম।
রসরাজ রসিকের মর্ম
রসিক বৈ আর কে জেনেছে।।
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ
এই পঞ্চে হয় নিত্যানন্দ।
যার অন্তরে সদানন্দ
নিরানন্দ জানে না সে।।
পাগল পায় পাগলের পারা
দুই নয়নে বহে ধারা।
যেন সুর ধ্বনির ধারা
লালন কয় ধারায় ধারা মিশে আছে।।
See also  emon manob jonom Lyrics || Lalongeeti || Timir biswas ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button