কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন (Koste Bora Jibon Amar Lyrics)
প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন (Koste Bora Jibon Amar Lyrics) পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।
কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন
Song : Joto Dure Takho
Singer : Samz Vai
Lyrics : Samz Vai
কষ্টে ভরা জীবন আমার,দুঃখে ভরা মন
মনের সাথে যুদ্ধ করে,আছি সারাক্ষণ
তারার সাথে থাকি আমি,চাদরে পাশাপাশি
আজ হবে এক ছেলে আমি,দুঃখ পেলেও হাসি
যত দূরে যাও না কেনো,আছি তোমার পাশে
তাকিয়ে দেখো আকাশ প্রাণে,ঘুম যদি না আসে
কাছে আমায় পাবে তুমি,হাত বারাবে যে
যদি না পাও জানবে সেদিন আমি আর নেই
যত দূরে তুই তাকিস,থাকবি আমার মনে প্রাণে
কত তোরে ভালোবাসি,আমার ওই খোদাই জানে
রাখবো খুলে দরজা মনে,শুধু তোর লাগি
যদি আমায় ডাকিস একবার,আমি আসবো হয়ে পাখি।
ভালোবাসা রে তুই ভালোবাসা
তোরি মাঝে পেয়েছি আমার ঠিকানা
আমি যে তোমায় ভালোবাসি
কখনও Feel করেছ কি
কাছে এসে পাশে বসে
বল তোমাকে ভালোবাসি।
তুমি পূর্নিমারি আলো,যত দেখি লাগে ভালো
একদিন যদি না দেখি,আকাশ হয়ে যায় কালো
তুমি পূর্নিমারি আলো,যত দেখি লাগে ভালো
একদিন যদি না দেখি,আকাশ হয়ে যায় কালো
যত দূরে তুই তাকিস,থাকবি আমার মনে প্রাণে
কত তোরে ভালোবাসি,আমার ওই খোদাই জানে
রাখবো খুলে দরজা মনে,শুধু তোর লাগি
যদি আমায় ডাকিস একবার,আমি আসবো হয়ে পাখি
ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন (Koste Bora Jibon Amar Lyrics) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।