Ads
Tabib Mahmud

Shadhinota Rokkha ( স্বাধীনতা রক্ষা ) Lyrics by Tabib Mahmud & Rana

Shadhinota Rokkha Lyrics by Tabib Mahmud & Rana:

Song Info-

  • Vocal : Tabib & Rana
  • Lyrics : Tabib Mahmud
  • Music Producer: Subhro Raha (L.M.G Beats)
  • Guitar and Back Vocal: Aynus Tazwar (Studio Baksho) 
  • Music Distribution & Publishing : Quantize Music Entertainment
  • Camera, Screenplay & Directed by 
  • Akash Haque
  • Production Design: Tabib Mahmud 

Shadhinota Rokkha Lyrics by Tabib Mahmud & Rana In Bengali:

হাজার সালাম শহীদ স্মরণে অতঃপর শুরু কবিতা রব

আমাদের গানে সুখ থাকে কম বিসর্গহীন দুঃখ সব

তোমাদের কাছে বিজয় মানে জিপিএ ফাইভে ভেজানো সুখ

আমার কাছে বিজয় মানে যে আমার মায়ের মিষ্টি মুখ 

আজ 

সৃষ্টিসুখের উল্লাসে দেখি অর্ধশত বছর পার আর

সুদ আসলের হিসাবে আমার দেশপ্রেমিকের জীবন পার 

দেশবাসী শুনো কান দিয়ে বুঝো এ শব্দ মন দিয়ে

অন্যায় দেখে তুমি কি বাধা প্রদান করছো হাত দিয়ে নাকি

See also  Ki Manush Banaila Bhobe( কী মানুষ বানাইলা ভবে) Lyrics || Gullyboy Rana || Tabib || Ashraf || new bangla rap song 2020 ||

ধৈর্য্য তোমার পাহাড় সমান রবার্ট ব্রুজের মাইরে বাপ

ধৈর্য্য যদি আর্ট হয় তবে জিতবে তুমি বিশ্বকাপ

ক্যালেন্ডারের পাতায় ঘুড়ে বিজয় দিবস আছে ঠিক

সবুজ লালের নতুন জামায় আমিতো তুলছি রঙিন পিক

আমিতো করিনি অংশগ্রহণ একাত্তরের সংগ্রামে

রাখিনি কোনো অবদান আমি মুক্তিযুদ্ধ আঞ্জামে

আমি শুধু আজ বুঝতে শিখেছি আমিই আনব নতুন দিন

অর্জন থেকে স্বাধিনতাটাহ রক্ষা করা বেশ কঠিন কাজ

][সমাপ্ত][

jano ma ( জানো মা )? lyrics zero

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button