Shotto mithey ( সত্য মিথ্যে ) lyrics || Level five ||
Table of Contents
Shotto Mithey Song By Level Five:
Shotto Mithey Song is sung By Ishmam Rashid From Level Five Bengali Band.Shotto Mithey song Lyrics In Bengali Written By Anik Sen.
- Song: Shotto Mithey
- Vocal: Ishmam Rashid
- Band: Level Five
- Lyrics: Anik Sen
Shotto Mithey Song lyrics In Bengali :
স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি
স্বপ্ন দেখার সাহসটাকে এখন হারিয়েছি
মানুষকে স্বপ্ন দেখায়, কেন সেটা দেখি
সব দিয়ে তবু কেড়ে নেয়ার, খেলাটা খেলি
চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো
সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো
চলছি আমি ব্যর্থ মানুষ, নাইবা বিনোদন
তোমার কাছে কান্না আমার, অরণ্যে রদ
হয়তো আমার কথাগুলো, দাম দেবেনা তুমি
বুঝবেনা কেউ জানবে না কেউ, এমনটাইতো আমি
ফুঁড়িয়ে গেলো লেখার পাতা, লেখার জন্য কালি
অভিমানটা আমারই থাক, তাতো তুমি কবি।
একলা আমি কে বলেছে, দুঃখ আমার কি?
দুঃখের সাথে বন্ধুত্বটা কবে করেছি।
চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো
সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো।