Ads
Arman_alifBangla_Song

SHUNNOTA (শূন্যতা) lyrics|| ARMAN ALIF ||banglalyrics580||

SHUNNOTA LYRICS (শূন্যতা) ARMAN ALIF Bangla Song 2019

Song Name: Shunnota
Singer: Arman Alif
Music: Sahriar Rafat
Lyrics & Tune: Arman Alif
Director: Saikat Reza
Label: Central Music and Video [CMV]
Shunnota by arman alif Lyrics in Bengali :
শূন্যতা কত আমায় ঘিরে
মধ্য রাতে হঠাৎ করে তাকে মনে পড়ে
তোমার সাথে আড়ি আমার সেই কবে থেকে
তাই হাসি আমার ছুটি নিয়েছে খুব যত্ন করে।
আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।
সেই পরিচিত মেসেজ এর টোন-টা ও
অচেনা লাগে আজ
অচেনা লাগে আমার অতি প্রিয়
সেই মানুষ টার সাজ
প্রতিনিয়ত এই মন আমার করে হাহাকার
বোকার মতো ভেবে যাই সেই তুমি কার ?
তুমি কার ?
আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।
সেই পুরোনো হওয়া গলির পথ-টা ও
তোমায় খোঁজে আজ
কেউ জানলো না রে আমার তরে
আর মায়া নাই তোমার
ঘুমের ঘোরে ঘুরে ফায়ার
আজ তোমায় চাওয়া খুব
তুমি ভালোই আছো ভালোই থাকো
আমি হারাই আমার ঘুম।
আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।
][ সমাপ্ত ][
Shunnota by arman alif Video song :
Tag :
See also  Takla ( টাকলা ) Lyrics By Sarowar Kainat Chowdhury & G.M Ashraf |"Stadium" Natok Song|Mishu Sabbir, Ziaul Hoque Polash, Sanjana Sarkar Riya, Marzuk Russell & Chashi Alam|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button