Ads
Overall

Bristy Valobashi ( বৃষ্টি ভালোবাসি ) lyrics || The Tune Curry ||

Bristy Valobashi song by Mahmudul Hasan Romance:

  

Bristy Valobashi song is sung by Mahmudul Hasan Romance from The Tune Curry Bengali Band.Bristy Valobashi song lyrics in Bengali written by Dhiman Rahman.

  • Song: Bristy Valobashi
  • Vocal, producer : Mahmudul Hasan Romance
  • Band: The Tune Curry
  • Lyrics, Guitar : Dhiman Rahman

Bristy Valobashi song lyrics in Bengali:

আমার আকাশকে আমি নীল নামে ডাকি

বৃষ্টি এলে চুপটি মেরে বারান্দায় বসে থাকি।

খোলা চুলে তুমি আমার মনে মেঘ নিয়ে এলে

চোখে জল আর মনে তোমায় কত ভালবাসি।

আজ রাতে আমি জল হব

বৃষ্টি দিয়ে সব রঙ ঝরাবো।

ঘুম ঘুম ভাব হলে ডেকে দিয়ো আমায়,

শুধু ছুয়ে দেবো তোমায়। ।

চায়ের কেটলিটা বসিয়েছো তুমি,

রঙ ধরে পানিটা লালচে হয়েছে জানি।

জিব পুড়ে যাবে তাই, তুমি বলেছ বারান্দায় যাই

See also  Keno Arale Lyrics || কেন আড়ালে || Nasif Oni ||

আমি চা হাতে বসে আবার ভালবাসি।

রঙ মিছেমিছি জানি

তবু প্লিজ তুমি বেগুনি শাড়িটা পড়।

তোমার সোনালি আঁচলে  আজ দুপুর নামবে 

বৃষ্টিরা আসবে না আরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button