Ads
Shironamhin Band

Bus Stoppage ( বাস স্টপ ) lyrics || Shironamhin Band ||

Bus Stoppage Song by Shironamhin band:

Bus Stoppage is a rock song from the album Bondho Janala by Shironamhin.Bus Stoppage Song lyrics by Ziaur Rahman Zia.

  • Song Title: Bus Stoppage 
  • Band: Shironamhin
  • Lyrics & Tune: Ziaur Rahman Zia
  • Year of publication – 2009

Bus Stoppage Song lyrics in Bengali:

নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে

বাস স্টপেজ…… ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে

বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন

বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত

কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে

ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস

চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে

সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ

এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে

কিছু স্বপ্ন বিক্রি করে যারা

জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস

বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন

See also  Bhalobasha Megh ( ভালবাসা মেঘ ) lyrics || Shironamhin Band ||

বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি”

চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরে

বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী

বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি

বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ

উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ

এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে

কিছু স্বপ্ন বিক্রি করে যারা

জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button