Ads
Overall

Holud dupurer gan ( হলুদ দুপুরের গান ) lyrics || Argha Dev ||

Holud dupurer gan Song By Argha Dev: 

Song: হলুদ দুপুরের গান

Singer: Argha Dev  

lyrics – Rayhan Rahman Raahim 

Cinematographer – Mostakin Hossain Chowdhury 

Holud dupurer gan Song lyrics In Bengali:

ঘুরে ফিরে এসে 

তোমার কাছেই

শিমুলের রং 

ঝরে পড়া সুর

কোথাও একটা

তার কেটে যায়

চুপ হয়ে আসে

হলুদ দুপুর

সেখানে গহীনে

কাঁদে নির্জনে

নরম কিশোরী

নীলের ব্যথা

পালক শুকানো

পাখির ভাষাতে

অনুদিত হওয়া

আমার কথা

পড়ে পড়ে যায়

কাঁটা ঘুড়ি যেন

এখনো সময়

হয়নি বলে

মানুষের দোষে

মানুষ যেমন

রঙিন দিনের

গল্প বলে

এইসব জানি

ভাঙতি হাওয়া

যতটুকু আর

সামলে রাখে

তার চেয়ে বেশি

নিজের ছায়ারা

নিচে টেনে আনে

তোমাকে আঁকে

গেঁথে দেয় মালা

চিন্তা ফুলের

যতদূর ভেবে

আমায় পেলে

ততটুকু দূর 

মনে রেখে দেই

প্রজনন ঋতু

সামনে এলে 

See also  Haat Dore Hatte Chai lyrics || তুই আজ থাক || Tanjib Sarowar ||

আমাকে নিওতো

কোন একদিন

এমনই একটা

দুপুরের কাছে

সবটা তোমার

ঝাপসা মতন

তবুও অনেক

অর্থ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button